ফাজায়েল ও মাসায়েলে কুরবানী পর্বঃ ০৩
একটি উট ও গাভীতে কতজন শরীক হয়ে কুরবানী করতে পারবে?
শত শত বৎসর ধরে সমগ্র বিশ্বের মুসলিমগণ ঈদুল আজহা পালন করে আসছে। তারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গরু, উট, দুম্বা, ছাগল, ভেড়া কুরবানী দিয়ে থাকেন। ছাগল, দুম্বা, ভেড়া একজনের পক্ষ থেকে এবং উট, গাভী সাত জনের পক্ষ থেকে কুরবানী দিয়ে থাকেন। কিন্তু বর্তমানে আমাদের মুসলিম সমাজের কিছু আহলে হাদীস ভাই এসব নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করে মুসলমানদের মাঝে বিরোধ সৃষ্টি করছেন। বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন গরুতে সাত ভাগ দিলে কুরবানী হবে না। আপনারা তার বক্তব্য ইউটিউবে সার্চ দিয়ে শুনে আসতে পারেন।তার কথা ঠিক নয়! এব্যপারে হাদীসের গ্রন্হগুলোতে অসংখ্য হাদীস বর্ণিত হয়েছে। উট এবং গরুতে ৭ভাগে কুরবানী দেয়া যাবে। নিম্নে কিছু দলীল পেশ করা হলো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন। আমীন
গরু এবং উটে শরিকানা কুরবানী সম্পর্কে হাদীসঃ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি।
{মুসলিম শরীফ, ৩০৫১}
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা হাজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানী করার নির্দেশ দিলেন।
{মুসলিম শরীফ, ৩০৫২}
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে তামাত্তু’ হাজ্জ করেছি। আমরা সাত শারীকে মিলে একটি গরু কুরবানী করেছি।
{মুসলিম শরীফ, ৩০৫৬}
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক ভ্রমণে আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সাথে ছিলাম। এরকম পরিস্থিতিতে কুরবানীর ঈদ উপস্থিত হল। তখন আমরা একটি গরুতে সাতজন অংশীদার হয়ে এবং একটি উটে দশজন অংশীদার হয়ে কুরবানী আদায় করলাম।
{তিরমিযী শরীফ, ১৫০১}
----------------------------------------------------------
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে সফরে ছিলাম, তখন কুরবানীর সময় উপস্থিত হলে আমরা একটি উটে দশজন শরীক হলাম, আর একটি গাভীতে সাতজন।
{নাসাঈ শরীফ, ৪৩৯২}
উক্ত হাদীসে একটি উটে ১০জন আর একটি গাভীতে ৭জন শরীক হবার কথা বলা হয়েছে। এই হাদীসে উটে ১০জন শরীক হবার হুকুমটি রহিত বা বাতিল হয়ে গেছে। পরবর্তীতে একটি উটে ৭জন এবং একটি গরুতেও ৭জন শরীক হবার ব্যপারে ফয়সালা হয়ে গেছে।
নিম্নোক্ত হাদীস দ্বারা উক্ত হাদীসের বিধান রহিত হয়ে গেছে।
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ (একটি) গরু সাতজনের পক্ষ হতে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানী করা যাবে)।
{আবু দাউদ শরীফ, ২৮০৮}
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি।
{মুসলিম শরীফ, ৩০৫১}
------------------------------------------------------
ফাজায়েল ও মাসায়েলে কুরবানী পর্বঃ ০১
ফাজায়েল ও মাসায়েলে কুরবানী পর্বঃ ০২