এসো আরবী শিখি, কুরআন পড়ি পর্বঃ ২

এসো আরবী শিখি, কুরআন পড়ি পর্বঃ ২


উপরের ছবিযুক্ত আরবী অক্ষরগুলো ভালোভাবে বুঝে পড়ুন। সেখানে আরবী অক্ষরের বিভিন্ন রুপ দেখানো হয়েছে। অর্থাৎ, একটি অক্ষর শুরুতে কেমন হবে, মাঝখানে কেমন হবে তা দেখানো হয়েছে।

নিয়মঃ আলিফের উপর যখন যবর, যের, পেশ, দুই যবর, দুই যের, দুই পেশ হয় তখন উক্ত আলিফকে হামযাহ বলতে হবে।

মনে রাখবেন পাঁচটি জিনিসের ব্যবহার জানলে কুরআন শরীফ পড়া যায়। যেমন,

হরফঃ হরফ শব্দটি আরবী বাংলায়, অক্ষর বলে।

হরকতঃ যবর, যের, পেশ-কে হরকত বলে।

তানবীনঃ দুই যবর, দুই যের, দুই পেশ-কে তানবীন বলে।

ছুকুন/যজমঃ যজমের কাজ হচ্ছে এক অক্ষরের সাথে অন্য অক্ষরকে মিলিত করা।

তাশদীদঃ যে অক্ষরের উপর তাশদীদ থাকে সেই অক্ষরকে ডাবল করে উচ্চারণ করতে হয়।

চলুন এখন আমরা উচ্চারণ শিখি!

যবরের উচ্চারণঃ

اَ- হামযাহ যবর আ
বা যবর বা -بَ
তা যবর তা -تَ
ছা যবর ছা -ثَ
জিম যবর জা -جَ
হা যবর হা -حَ
খ যবর খ -خَ
দাল যবর দা -دَ
যাল যবর যা -ذَ
র যবর র -رَ
ঝা যবর ঝা -زَ
সিন যবর সা -سَ
শিন যবর শা -شَ
ছোয়াদ যবর ছ -صَ
দোয়াদ যবর দ-ضَ
তোয়া যবর ত্ব -طَ
যোয়া যবর য -ظَ
আইন যবর আ -عَ
গইন যবর গ -غَ
ফা যবর ফা -فَ
ক্বফ যবর ক -قَ
কাফ যবর কা -كَ
লাম যবর লা -لَ
মীম যবর মা -مَ
নুন যবর না -نَ
ওয়াও যবর ওয়া -وَ
হা যবর হা -هَ
হামযাহ যবর আ -ءَ
ইয়া যবর ইয়া -يَ

যেরের উচ্চারণঃ

اِ- হামযাহ যের ই
বা যের বি -بِ
তা যের তি -تِ
ছা যের ছি -ثِ
জিম যের জি -جِ
হা যের হি -حِ
খ যের খি -خِ
দাল যের দি -دِ
যাল যের যি -ذِ
র যের রি -رِ
ঝা যের ঝি -زِ
সিন যের সি -سِ
শিন যের শি -شِ
ছোয়াদ যের ছি -صِ
দোয়াদ যের দি-ضِ
তোয়া যের ত্বি -طِ
যোয়া যের যি -ظِ
আইন যের ই -عِ
গইন যের গি -غِ
ফা যের ফি -فِ
ক্বফ যের কি -قِ
কাফ যের কি -كِ
লাম যের লি -لِ
মীম যের মি -مِ
নুন যের নি -نِ
ওয়াও যের উয়ি -وِ
হা যের হি -هِ
হামযাহ যের ই -ءِ
ইয়া যের ই -يِ

পেশের উচ্চারণঃ

اُ- হামযাহ পেশ উ
বা পেশ বু -بُ
তা পেশ তু -تُ
ছা পেশ ছু -ثُ
জিম পেশ জু -جُ
হা পেশ হু -حُ
খ পেশ খু -خُ
দাল পেশ দু -دُ
যাল পেশ যু -ذُ
র পেশ রু -رُ
ঝা পেশ ঝু -زُ
সিন পেশ সু -سُ
শিন পেশ শু -شُ
ছোয়াদ পেশ ছু -صُ
দোয়াদ পেশ দু -ضُ
তোয়া পেশ তু -طُ
যোয়া পেশ যু -ظُ
আইন পেশ উ -عُ
গইন পেশ গু -غُ
ফা পেশ ফু -فُ
ক্বফ পেশ কু -قُ
কাফ পেশ কু -كُ
লাম পেশ লু -لُ
মীম পেশ মু -مُ
নুন পেশ নু -نُ
ওয়াও পেশ উ -وُ
হা পেশ হু -هُ
হামযাহ পেশ উ -ءُ
ইয়া পেশ ইয়ু -يُ

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url