যানবাহনে আরোহণের সূন্নাত তরীকা

যানবাহনে আরোহণের দোয়া ও নিয়ম


রাসূলুল্লাহ সাঃ এর সমস্ত জীবনটাই আমাদের জন্য আদর্শ, অনুসরণীয়। রাসূল সাঃ এর আদর্শ অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য ইহজীবনে শান্তি ও পরজীবনে জাহান্নাম থেকে মুক্তি।

রাসূল সাঃ এর দেখানো সূন্নাত নিয়ম-নীতিগুলো পালন করে আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব।
প্রত্যেক ভালো কাজ শুরু করার পূর্বে রাসূল সাঃ এর সূন্নাত খুঁজে নিতে হবে।

হাদীসে এসেছে, রাসূল সাঃ বলেছেন, যে ব্যক্তি আমার সূন্নাত কে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে।

আলী ইবনে রবী’আ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আলী (রাঃ) এর সামনে উপস্থিত হলাম। তখন তাঁর কাছে একটি জানোয়ারকে আরোহণের জন্য আনা হলো। যখন তিনি সে পশুটির পাদানীতে পা রাখলেন এবং বললেন, “বিসমিল্লা-হ”। অতঃপর পশুটির পিঠে যখন সোজা হয়ে বসলেন তখন বললেন, “আলহামদুলিল্লাহ” (সমস্ত প্রশংসা আল্লাহর) অতঃপর বললেনঃ

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

“সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না-ইলা- রব্বিনা-লামুনক্বালিবূন”

অর্থাৎ হে আল্লাহ! মহান সত্তার পবিত্রতা জ্ঞাপন করছি, যিনি আমাদের জন্য একে বশীভূত করেছেন। আমরা একে বশীভূত করতে সক্ষম নই। বস্তুত আমরা তাঁর দিকে প্রত্যাবর্তন করছি।

[সূরা যুখরুফ- ১৪]

এরপর তিনি ৩ বার “আলহামদু লিল্লাহ” এবং ৩ বার “বিসমিল্লাহ” পাঠ করলেন। এরপর এ দু’আ পড়লেনঃ

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ

“সুবহা-নাকা ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা”।

অর্থাৎ আল্লাহ পবিত্র! নিশ্চয় আমি আমার নিজের উপর সীমালঙ্ঘন করেছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ, আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই।

এরপর তিনি হাসলেন। তখন আমি তাঁকে বললাম, আমীরুল মু’মিনীন! আপনার হাসি পেল? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমনভাবে দেখেছি যেভাবে আমি এইমাত্র কথা ও কাজ সম্পন্ন করলাম। এরপর তিনি মুচকি হাসি দিলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন জিনিস আপনাকে হাসাল? তিনি বললেন, তোমার প্রতিপালক তাঁর বান্দার এ কথা খুবই পছন্দ করেন যখন সে বলে, হে আমার প্রতিপালক! আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, এ বিশ্বাস রেখে যে, তিনি ছাড়া অন্য কেউ গুনাহ মাফ করতে পারে না।

[মুসনাদে আহমাদ, হা/৭৫৩; মুসনাদুত তায়ালুসী, হা/১৩৪; সুনানুল কাবীর লিন নাসাঈ, হা/৮৭৪৮; শারহুস সুন্নাহ, হা/১৩৪৩; সহীহ ইবনে হিব্বান, হা/২৬৯৮]

উক্ত হাদীস থেকে আমরা যানবাহনে আরোহণের সূন্নাত তরীকা জানতে পারলাম। এখন নিচে একনজরে তা পুনরায় উল্লেখ করা হচ্ছে,

১. বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে উঠতে হবে।
২. তারপর ভালোভাবে বসে আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপর এই দোয়াটি পাঠ করতে হবেঃ

(সুবহানাল্লাজী সাখখারালানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবূন)

৩. তারপর ৩ বার আলহামদুলিল্লাহ, ৩ বার বিসমিল্লাহ বলে এই দোয়াটি পাঠ করতে হবেঃ

(সুবহানাকা ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা)
 
তারপর একটু মুচকি হাসতে হবে।

মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় রাসূল সাঃ এর সূন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমীন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url