এসো আরবী শিখি, কুরআন পড়ি। পর্বঃ ১

এসো আরবী শিখি, কুরআন পড়ি।


মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাযিল করেছেন সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য। অথচ মুসলিম হয়েও অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার এই পবিত্র গ্রন্হটি তিলাওয়াত করতে পারে না এবং শিখার চেষ্টাও করে না। যারা আবার শিখতে চান তারা হয়তো কোন না কোন কাজে ব্যস্ত থাকেন সেজন্য তাদেরও আর শেখা হয়ে উঠে না। তাদের কথা মাথায় রেখে আরবী শেখার ফ্রী কোর্সটি চালু করলাম। ঘরে বসেই ভালোভাবে অনুশীলন করলে আল্লাহ চাহেনতো শিখতে পারবেন। এর দ্বারা যদি কেউ সামান্য উপকৃত হন তাহলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের খেদমত টুকু কবুল করে নেন। আমীন

কুরআন শিক্ষার ফজিলতঃ


হাদীসঃ

আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি যে, “তোমরা কুরআন মাজীদ পাঠ কর । কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে ।”

[মুসলিম ৮০৪, আহমাদ ২১৬৪২, ২১৬৫৩, ২১৬৮১, ২১৭১০]

হাদীসঃ

উসমান ইবনে আফ্ফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয় ।”

[বুখারী ৫০২৭, ৫০২৮, তিরমিযী ২৯০৭, ২৯০৮, আবূ দাঊদ ১৪৫২, ইবনু মাজাহ ২১১, আহমাদ ৫০৭, ৪১৪, ৫০২, দারেমী ৩৩২৮]

হাদীসঃ

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “কুরআনের (শুদ্ধ ভাবে পাঠকারী ও পানির মত হিফয্কারী পাকা) হাফেয মহাসম্মানিত পুণ্যবান লিপিকার (ফেরেশতাবর্গের) সঙ্গী হবে । আর যে ব্যক্তি (পাকা হিফ্য না থাকার কারণে) কুরআন পাঠে ‘ওঁ-ওঁ’ করে এবং পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে দু’টি সওয়াব।” (একটি তেলাওয়াত ও দ্বিতীয়টি কষ্টের দরুন।)

[ বুখারী ৪৯৩৭, মুসলিম ৭৯৮, তিরমিযী ২৯০৪, আবূ দাঊদ ১৪৫৪, ইবনু মাজাহ ৩৭৭৯, আহমাদ ২৩৬৯১, ২৪১১৩, ২৪১৪৬, ২৪২৬৭, দারেমী ৩৩৬৮]

হাদীসঃ

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন মাজীদ)এর একটি বর্ণ পাঠ করবে, তার একটি নেকী হবে । আর একটি নেকী দশটি নেকীর সমান হয় । আমি বলছি না যে, ‘আলিফ-লাম-মীম’ একটি বর্ণ; বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মীম একটি বর্ণ ।” (অর্থাৎ তিনটি বর্ণ দ্বারা গঠিত ‘আলিফ-লাম-মীম, যার নেকীর সংখ্যা হবে ত্রিশ ।

[তিরমিযী ২৯১০]

আরবী হরফ ২৯টি। যথাঃ-


ا - আলিফ ب -বা ت -তা ث -ছা ج -জিম ح -হা خ -খ

د -দাল ذ -যাল ر -র ز -ঝা س -সিন ش -শিন ص -ছোয়াদ

ض -দোয়াদ ط ত্বোয়া ظ -যোয়া ع -আইন غ -গইন

ف -ফা ق -ক্বফ ك -কাফ ل -লাম م -মিম ن -নুন و -ওয়াও

ه -হা ء -হামযা ي -ইয়া

অনুশীলন করিঃ

অক্ষরগুলো চিনে পড়ুন। একটি খাতায় বার বার লিখুন এবং মুখস্থ করুন।

ل ف ت م ح ب ظ ك ي ه ج ط س ث ن ض ا و ص خ ق ز ء ذ ح د ش ط ر

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url